Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, আহত ৩
স্বতন্ত্র

কচুয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, আহত ৩

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ আজাদের নির্বাচনী অফিস ভাংচুর করে তার কর্মী ও সমর্থকদের উপর হামলা করার অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যায় প্রসন্নকাপ আনারস প্রতীকের অফিসে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকরা এ হামলা করে ভাঙচুর করে। হামলায় আনারস মার্কা কর্মী মাহমুুদুল হাসান, হাসান প্রধান ও হাসানাত গুরুত্ব আহত হয়। আহতদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আনারস মার্কার প্রার্থী আব্দুস আব্দুস সামাদ আজাদ বলেন, রবিবার বিকালে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পরিকল্পিত ভাবে আমার অফিসে হামলা চালায় এবং তিন কর্মীকে মারধর করে। এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী আলমগীর হোসেন বলেন, ষড়যন্ত্র করে তারা নিজেরাই কয়েকটি চেয়ার ভাঙচুর করে আমাদের দোষারোপ করছেন । এঘটনায় সোমবার কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ ডিসেম্বর ২০২১