Home / জাতীয় / রাজনীতি / ’স্ত্রী হিসেবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি নির্দোষ’
স্ত্রী হিসেবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি নির্দোষ

’স্ত্রী হিসেবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি নির্দোষ’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবার। পাঁচ সদস্যের একটি দল ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেছেন।

শুক্রবার সকাল ১১টায় পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে সাক্ষাতের জন্য কারাগারে প্রবেশ করেন। সেখানে প্রায় আধ ঘণ্টা সময় তারা অবস্থান করেন। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন মুজাহিদের স্ত্রী তামান্না-ই-জাহান, তার তিন ছেলে এবং এক মেয়ে।

কারাগার থেকে বের হয়ে মুজাহিদের স্ত্রী তামান্না-ই-জাহান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার স্বামী আলী আহসান মো. মুজাহিদ দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহর রহমতে তিনি শারীরিকভাবে ভালো ও সুস্থ আছেন। মানসিকভাবে অবিচল ও দৃঢ়চেতা রয়েছেন।’

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি সম্পূর্ণ নির্দোষ, নির্দোষ এবং নির্দোষ। স্ত্রী হিসেবে আমিও সাক্ষ্য দিচ্ছি যে, তিনি সম্পূর্ণ নির্দোষ। আমার স্বামী ঘরে বাইরে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আল্লাহর রহমতে অত্যন্ত স্বচ্ছ ও সৎ জীবন যাপন করেছেন।’

মুজাহিদের স্ত্রী আরো বলেন, ‘ইতোমধ্যেই তিনি আইনজীবীদের মাধ্যমে রিভিউ আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আমি আশা করি, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধান বিচারপতিসহ সকল দায়িত্বশীল কর্তৃপক্ষ ন্যায় বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। রাষ্ট্রের কাছে ন্যায় বিচার আশা করছি। আমরা বিশ্বাস করি, ন্যায় বিচার নিশ্চিত করা হলে তার রিভিউ আবেদন মঞ্জুর হবে এবং তিনি বেকসুর খালাশ পাবেন।’

এর আগে গত ৩ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন তার আইনজীবীরা। (বাংলামেইল)

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৫:৪৮ পিএম, ৯ অক্টোবর ২০১৫, শুক্রবার

ডিএইচ/২০১৫।