Home / আন্তর্জাতিক / প্রবাস / সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থা’র আত্মপ্রকাশ
সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থা'র আত্মপ্রকাশ

সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থা’র আত্মপ্রকাশ

চাঁদপুর টাইমস, সৌদি আরব :

সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থা’ (বাপ্রসাস) গঠন করলেন মিডিয়ার কর্মীরা। রিয়াদের একটি থ্রি-স্টার হোটেলে আয়োজিত তাদের চতুর্থ সভায় সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১১ সদস্যবিশিষ্ট ‘বাপ্রসাস’-এর আহ্বায়ক নির্বাচিত হন একুশে টিভি ও দৈনিক কালের কণ্ঠ’র প্রতিনিধি অহিদুল ইসলাম এবং সদস্যসচিব ‘আজকের সূর্যোদয়’-এর সৌদি আরব ব্যুরো চীফ মো. ইউসুফ খান। আহ্বায়ক কমিটিতে অন্যান্য সদস্যরা বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধি।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমী, শিক্ষাবিদ, প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী ও সংস্কৃতিসেবীদের সমন্বয়ে আগামী ২১ দিনের মধ্যে বাপ্রসাস-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হল।

বাপ্রসাস নেতৃবৃন্দ আরো জানায়, কতিপয় স্বাধীনতা বিরোধী চক্র যে সময়ে সংবাদকর্মী পরিচয়ে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রসহ সাংবাদিকতার নামে হীনস্বার্থ উদ্ধারে লিপ্ত রয়েছে যা প্রকৃত সাংবাদিকতা পেশা নিয়ে প্রবাসে বাংলাদেশ কম্যুনিটিতে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হচ্ছে ঠিক এই সময়ে বাপ্রসাস-এর প্রতিশ্রুতিশীল আত্মপ্রকাশকে প্রবাসী সুধীজনরা স্বাগত জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে সদস্যসচিব ইউসুফ খান জানালেন, ‘আগামী ২১ দিন পর্যন্ত আমরা ব্যস্ত থাকব বাপ্রসাস-এর সদস্য সংগ্রহসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের আনুষাঙ্গিক কাজ গুছাতে। এর ভিতর দিয়েই সমাজের সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবদিসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসীদের সাথে জনসংযোগ প্রক্রিয়া শুরু হবে।’

আহ্বায়ক কমিটি সদস্য ‘বর্তমান কণ্ঠ’ সম্পাদক সাগর চৌধুরী বললেন, ‘বাপ্রসাস কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করবে না। এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং সাংবাদিকতার স্বচ্ছতা ও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা কাজ করবো।’

আরেক সদস্য ‘সময় নিউজ’ ও গাজি টিভি প্রতিনিধি হাবিবুর রহমান ভূঁইয়া বললেন, ‘বাপ্রসাস কর্মীদের সাংবাদিকতা করাটা প্রধান কাজ নয়। একজন প্রবাসী হিসেবে নির্ধারিত কাজ শেষ করে বাকী সময়টাতে সাংবাদিকতা। আমাদের প্রতিশ্রুতি হবে সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং বাংলাদেশ কম্যুনিটির সকল খবরাখবর সংবাদমাধ্যমে পৌঁছে দেওয়া।’

আরেক সদস্য ইয়াছিন আরাফাত বলেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব।

বাপ্রসাস নেতৃবৃন্দ জানালেন, গত এক মাসে পর পর কয়েকটি সভা করে সংগঠনের নাম প্রস্তাবসহ এর স্ট্যান্ডি কমিটির রূপরেখা তৈরি এবং সর্বশেষ ১১-সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সকল কাজকর্ম গুছিয়ে নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে অভিষেক করা হবে।

আপডেট :   বাংলাদেশ সময় : ১২ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ২৬ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১০:৩৭ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি