Home / জাতীয় / অর্থনীতি / সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংকে নতুন এমডি
সোনালী

সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে এ তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগের তথ্য জানায়। তাদের তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

সোনালী ব্যাংকের নতুন এমডি হয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি আফজাল করিম এবং অগ্রণী ব্যাংকের নতুন এমডি হয়েছেন সোনালী ব্যাংকের ডিএমডি মুরশেদুল কবীর।

এ ছাড়া রূপালী ব্যাংকের নতুন এমডি হয়েছেন ওই ব্যাংকেরই ডিএমডি মুহম্মদ জাহাঙ্গীর।

সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, রূপালীর এমডি ওবায়দুল্লাহ আল মাসুদ ও অগ্রণীর এমডি শামস-উল ইসলামের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে। তাদের কারো কারো বয়স ৬৫ বছর হতে আর অল্প কিছুদিন বাকি।

বার্তা কক্ষ, ১৪ আগস্ট ২০২২