Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার সোনার বাংলা সাহিত্য পাঠাগার পরিদর্শন করলেন ক্রীড়া সংগঠক কামাল
তেগুরিয়া

কচুয়ার সোনার বাংলা সাহিত্য পাঠাগার পরিদর্শন করলেন ক্রীড়া সংগঠক কামাল

কচুয়া উপজেলার তেগুরিয়া (চাংপুর) সোনার বাংলা সাহিত্য পাঠাগারের চলমান শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কচুয়ার ক্রীড়া সংগঠনের গুরু হিসেবে পরিচিতি কাজী মো: মোস্তফা কামাল।

৩ মার্চ বুধবার সকালে তিনি চাংপুর গ্রামে অবস্থিত সোনার বাংলা সাহিত্য পাঠাগার পরিদর্শন কালে পাঠাগারের যাবতীয় কার্যক্রম ঘুরে দেখেন এবং পাঠাগারটি আরো বেশি পাঠকপ্রিয় গড়ে তুলতে বিভিন্ন পরামর্শন দেন। এসময় পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জিসান আহমেদ নান্নু,দৈনিক ইনকিলাবের কচুয়া সংবাদদাতা কাউছার আহমেদ,পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুদ রানা,প্রতিষ্ঠাতার টুইন বেবী রাইসা ও রামিসাসহ পাঠক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোনার বাংলা সাহিত্য পাঠাগারটি ২০১০ সালের ১৬ এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষিত বেকার জনগোষ্ঠির শিক্ষা বিস্তার চাহিদা মেটাতে কাজ করে আসছে। আগামী ১৬ এপ্রিল সোনার বাংলা সাহিত্য পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে পাঠাগারের পরিচিতি লিফলেট তৈরি ও ব্যাপক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে।

কচুয়া প্রতিনিধি,৩ মার্চ ২০২১