Home / জাতীয় / রাজনীতি / সৈয়দ আশরাফের ৪টি ভুল বক্তব্য নিয়ে সংসদে হাসির রোল
সৈয়দ আশরাফের ৪টি ভুল বক্তব্য নিয়ে সংসদে হাসির রোল

সৈয়দ আশরাফের ৪টি ভুল বক্তব্য নিয়ে সংসদে হাসির রোল

‎Wednesday, ‎01 ‎July, ‎2015  12:59:17 AM

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:

বাজেট অধিবেশনে বক্তৃতাকালে পর পর চারবার ভুল করে এবার সংসদে সদস্যদের হাসির পাত্র হলেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গরবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট অধিবেশনে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি উত্থাপনকালে পর পর চারবার এ ভুল করলেন মন্ত্রী।

তার ভুলের কারণে হতাশ হন খোদ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সংসদের কার্যসূচির ১৬নং দাবি উত্থাপনকালে মন্ত্রী (সংসদ কার্যে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) চারবার ভুল পড়েন, যা পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংশোধন করে দেন। এ সময় অধিবেশনে উপস্থিত সাংসদরা হাসতে থাকেন।

১৬ নং দাবি উত্থাপনকালে নিজের পদবী বলতে ভুল করেন তিনি। এরপর স্পিকার আবার দাবিটি উত্থাপনের অনুরোধ জানান। পরের বার মন্ত্রী দেখে দেখে দাবিটি উত্থাপন করলেও কয়েকটি শব্দ বাদ দিয়ে পড়ে যায়।

তাকে পুনরায় পড়তে বললে টাকার অংক সঠিকভাবে বলতে পারেননি সৈয়দ আশরাফ। ভুল উচ্চারণ করেন তিনি। চতুর্থবারের মত ১৬নং দাবি সংসদে উত্থাপন করেন মন্ত্রী। এসময় আবারো একটি শব্দ বাদ রেখে পড়ে যান তিনি, যা স্পিকার সংশোধন করে দেন।

মন্ত্রীর এমন কাণ্ড দেখে উপস্থিত সদস্যদের টেবিল চাপড়িয়ে হাসতে দেখা যায়। সংসদে উপস্থিত প্রধানমন্ত্রীকে এ অবস্থা দেখে হাত নাড়িয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায়।

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না