Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় : ইউএনও রেনু দাস
সেবা

সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় : ইউএনও রেনু দাস

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেছেন, ‘ভূমি অফিসে সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সে ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অফিসে যেন কোন দালাল আশ্রয় প্রশ্রয় না পায় সে দিকেও কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।’

উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ- ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। ২২ মে ১১ টায় উপজেলা ভূমি অফিসের মাটির বন্ধন অডিটোরিয়ামে সহকারী কমিশনার ( ভূমি)) তাসনিম আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সার্ভেয়ার আব্দুর রহিম, ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তা মোহাম্মদ লতিফ শেখ, পৌর ভূমি কর্মকর্তা মো: হাবিবুল্লাহ পাটোয়ারী প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, সেবাকে আধুনিক স্মার্ট সেবা আওতায় নিয়ে আসতে ইউনিয়ন ভূমি অফিসকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে । এসময় উপজেলার সকল ইউনিয়ন ভুমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ মে ২০২৩