Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / সুজিত রায় নন্দীর শ্বশুর রবীন্দ্র নারায়ন রায় চৌধুরীর পরলোক গমন
সুজিত রায় নন্দীর শ্বশুর রবীন্দ্র নারায়ন রায় চৌধুরীর পরলোক গমন

সুজিত রায় নন্দীর শ্বশুর রবীন্দ্র নারায়ন রায় চৌধুরীর পরলোক গমন

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজকল্যান সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দীর শ্বশুর বৃহত্তর লক্ষ্মীপুর জেলার জমিদার স্বর্গীয় হরেন্দ্র নারায়ন রায় চৌধুরী কনিষ্ঠ পুত্র রবীন্দ্র নারায়ন রায় চৌধুরী (বিমান বাবু) আর বেঁচে নেই। তিনি গতকাল সোমবার ঢাকা ইউনাইটেড হাসপাতালে সকাল ৯টায় পরলোক গমন করেন (দিব্বান লোকান স্বগচ্ছেতু)।

তার মৃত্যু সংবাদে লক্ষ্মীপুর জেলা সহ চাঁদপুর শহরেও শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বিকেল ৫ টায় তার মৃতদেহ তার নিজ বাড়ি চাঁদপুর শহরস্থ মুন্সেফ পাড়ায় চৌধুরী বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। তাকে এক নজর দেখা সহ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করার লক্ষ্যে বিকেল থেকেই বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কুমিল্লা রোডের চৌধুরী বাড়ির সম্মুখস্থ রাস্তার দু’ধারে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে থাকে।

মৃতদেহ বাহী গাড়ি পৌছবার আধাঘন্টা পরে চাঁদপুরের জনপ্রিয় নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী সহ সদ্য প্রয়াত রবীন্দ্র নারায়ন রায় চৌধুরীর কন্যা কাকলী রায় চৌধুরী, মনি দীপা রায় চৌধুরী, পুত্র রাজীব রায় চৌধুরী, সজিব রায় চৌধুরী এসে পৌছেন। তাদের পেয়ে নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। কুমিল্লা রোড অগনিত মানুষের উপস্থিতিতে যানজট দেখা দিলে প্রয়াতের মরদেহ চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়।

প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিনয় ভূষন মজুমদার, সাধারন সম্পাদক এড. রনজিত রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাবেক আহ্বায়ক প্রফেসর রনজিত কুমার বনিক, সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ, চাঁদপুর হরিবলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজ, চাঁদপুর সিটি কলেজ, ৮নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুব মহিলা লীগ সহ অঙ্গ সহযোগি নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রশিদ সরদার, সন্তোষ দাস, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা এড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. জসিম উদ্দিন ভূইয়া, পৌর কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুল রহমান বাবুল, আইন বিষয়ক সম্পাদক এড. দেবাশীষ কর মধু, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস মোর্শেদ জুয়েল, হেলাল হোসাইন, আতাউর রহমান পাটওয়ারী, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিমল চৌধুরী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রয়াত রবীন্দ্র নারায়ন রায় চৌধুরীকে সৎকারের লক্ষে তার নিজ বাড়ি লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কামান খোলা হরেন্দ্র রায় জমিদার বাড়ির পারিবারিক শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।

প্রতিবেদক : কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ এ.এম ২৬ জুন ২০১৮,মঙ্গলবার

Leave a Reply