Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সিগারেট পান করাকে কেন্দ্র করে মতলবে তুলকালাম কাণ্ড!
সিগারেট পান করাকে কেন্দ্র করে মতলবে তুলকালাম কাণ্ড!

সিগারেট পান করাকে কেন্দ্র করে মতলবে তুলকালাম কাণ্ড!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কা- ঘটেছে। প্রতিপক্ষের দেশীয় অ¯্ররে আঘাতে একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে। গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ৮ টায় এ হামলার ঘটনাট ঘটে।

আহতরা হচ্ছে হাবিবুর রহমান প্রধান হাবু (৭৫), তার স্ত্রী রংমালা বেগম (৬০) ও ছেলে এমদাদ হোসেন প্রধান (৪০)।

আহতদের মধ্যে মা ও ছেলে দু’জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায় হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দিন রাতে এমদাদ হোসেন প্রধান তাদের বাড়ি উঠানে বসে ধুমপান করছিল। একই বাড়ির মোহাম্মদ প্রধানের ছেলে বাদল প্রধান তাকে ধুমপান করতে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতা হাতি হয়। কিছুক্ষণ পর বসত বাড়ির প্রবেশ পথে এমদাদ হোসেনকে একা পেয়ে বাদল প্রধান ধরালো দেশি অ¯্র দিয়ে তার মাথায় আঘাত করলে সে প্রাণে রক্ষার জন্য দৌড়ে তাদের বসত ঘড়ের কাছে গিয়ে মাটিতে পড়ে যায়। তখন এমদাদের বাবা হাবিবুর রহমান ও মা রংমালা ঘর থেকে বেড়িয়ে আসলে তাদেরকেও মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে একই বাড়ি বাদল প্রধান, তার ভাই রাজিব, বাবা মোহাম্মদ প্রধান ও মা সানু বেগম।

তাদের ডাক চিৎকার শোনে আশ পাশের লোকজন এগিয়ে আসতে দেখে হামলাকারিরা বাড়ি থেকে পালিয়ে যায় এবং আহতদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত ৩ জনের মধ্যে দুজনের অবস্থা অবনতি দেখে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

বর্তমানে রং মালা বেগম ও ও তার ছেলে এমদাদ হোসেন প্রধানের অবস্থা আশংকাজনক বলে জানান তার পরিবার।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার জানান।

এ ব্যাপারে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

সিগারেট পান করাকে কেন্দ্র করে মতলবে তুলকালাম কাণ্ড!

About The Author

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ

Leave a Reply