Home / চাঁদপুর / সিএনজি স্টেশনের স্থায়ী সমাধান হবে কি?
CNG

সিএনজি স্টেশনের স্থায়ী সমাধান হবে কি?

ছবিটি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর মোড়ের চাঁদপুর টাওয়ার হতে হাকিম প্লাজা পর্যন্তের চিত্র। প্রায়ই শপথ চত্বর মোড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হতে দেখা যায়। কখনো কখনো এই যানজট শপথ চত্বর হতে মিশন রোড, কিংবা ছায়াবানী মোড় পর্যন্ত লেগে থাকতে দেখা যায়। সড়কের যানজট সৃষ্টি হয় দীর্ঘ থেকে আরো দীর্ঘতর।

আর এই যানজটের কারনে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন চালকরা। যার প্রধানতম কারন হচ্ছে শপথ চত্বর মোড় এলাকায় প্রতিনিয়ত সড়কের পাশে সাড়ি বদ্ধ ভাবে সিএনজি স্কুটার পার্কিং করে রাখা। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে লেকের পাশে নিদিষ্ট স্ট্যান থাকলেও অধিকাংশ চালকই সেখানে গাড়ি পার্কিং না করে সড়ক দখল করে শপথ চত্বর চাঁদপুর টাওয়ার হতে হাকিম প্লাজা পর্যন্ত গাড়ি পার্কিং করে রাখেন।

এসব গাড়ি রাখার কারনে একদিকে যেমন পথচারী চলাচল করতে বেগাত পোহাতে হয় অন্যদিকে যানবাহন গুলো ওবারটেক করতে না পারায় সৃষ্টি হয় ভয়াবহ যানজট। ছোট্ট একটি শহরে দিনের পর দিন এমন যানজটের চিত্র দেখে সচেতন মহলের প্রশ্ন চাঁদপুর শহরে সিএনজি স্কুটার স্টেশনের স্থায়ী সমাধান হবে কি…?

প্রতিবেদক:কবির হোসেন মিজি