Home / বিশেষ সংবাদ / সাড়াজাগানো কিছু মজার তথ্য : যা আপনাকে প্রাণবন্ত করবে
সাড়াজাগানো কিছু মজার তথ্য : যা আপনাকে প্রাণবন্ত করবে

সাড়াজাগানো কিছু মজার তথ্য : যা আপনাকে প্রাণবন্ত করবে

 

Sumaiya sinthia

সংগ্রহে সুমাইয়া সিনথিয়া ||   আপডেট: ১০:২৮ পিএম, ০৩ অক্টোবর ২০১৫, শনিবার

 
1. মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় সাত মিনিট সক্রিয় থাকে এবং এই সময় জীবনের চুড়ান্ত মুহূর্তগুলি তিনি স্বপ্নের আকারে দেখতে থাকেন
2. যে শিশুরা ছোটবেলায় খুব মিথ্যা কথা বলে, বড় হলে সফল পেশাদার হয়
3. 2013 সালে নিউজিল্যান্ড সরকার আটটি জেলখানা বন্ধ করে দিয়েছে অপরাধীর অভাবে
4. মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্যি বলে। আর বেশি মিথ্যে বলে ফোনে কথা বলার সময়
5. মৃত্যুকালে মানুষের প্রথমে দৃষ্টিশক্তি চলে যায়, এরপর যায় স্পর্শ অনুভূতি এবং সবশেষে যায় শ্রবণ অনুভূতি
6. চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে
7. ঠিক তোমার মতো দেখতে আরও ছয় জন এই পৃথিবীতে আছে । তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ।
8. মেয়েরা নীল রং এর শোওয়ার ঘর পছন্দ করে এবং পুরুষরা সাদা
9. একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া
10. যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবনতা থাকে । কুকুর পুষলে মানুষ উদার মনের হয়
11. মেয়েরা যতো মেধাবী হবে ততো প্রজননে অক্ষম হবে
12. কোনো ভীড়ের মধ্যে আমরা একসঙ্গে শুধুমাত্র দুইটি মুখমন্ডলের উপর দৃষ্টিপাত করতে পারি
13. আজথেকে একশত বছর পরে ফেসবুকে প্রায় ৯১ কোটি ৬0 লক্ষ মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে
14. 96 শতাংশ কিশোর কিশোরী সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে তাদের মোবাইলফোনটা চেক করে
15. প্যারিসে একদিন এক মহিলা আত্মহত্যা করার জন্য আইফেল টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বশত এক গাড়ির উপরে পরেন এবং বেঁচে যান। ঐ গাড়ির চালক তথা মালিককেই পরে তিনি বিয়ে করেন
16. 1970 সালে বিশ্বের জনসংখ্যা ছিলো বর্তমান জনসংখ্যার অর্ধেক
17. গর্ভবতী অবস্থায় কোনো মা দুশ্চিন্তাগ্রস্থ থাকলে তার সন্তান পরবর্তীতে অল্পেই রেগে যাওয়া স্বভাবের হবে
18. প্রতি বছর পৃথিবীর মানুষের গড় আয়ু তিনমাস করে বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে
19. পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ O+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB-
20. হেরোইন শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো

 

এছাড়াও আরো জানুন :

প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ রয়েছে, এমন ১০টি দেশের তালিকা এবং ইন্টারনেটের গড় গতি তুলে ধরা হলো:

১০. তালিকার ১০ নম্বরে আছে ফিনল্যান্ড। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১২.১ মেগাবিট পার সেকেন্ড।

৯. ১২.৩ মেগাবিট পার সেকেন্ড গড় গতির ইন্টারনেট নিয়ে নবম অবস্থানে আছে চেক প্রজাতন্ত্র।

৮. আয়ারল্যান্ড আছে এই তালিকার অষ্টম স্থানে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১২.৭ মেগাবিট পার সেকেন্ড।

৭. ১৩ মেগাবিট পার সেকেন্ড গতির ইন্টারনেট নিয়ে এই তালিকার সাত নম্বরে আছে লাটভিয়া।

৬. নেদারল্যান্ড আছে তালিকার ৬ নম্বরে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১৪.২ এমবিপিএস।

৫. ১৪.৫ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা নিয়ে তালিকার ৫ম অবস্থানে আছে সুইজারল্যান্ড।

৪. সুইডেন আছে চতুর্থ স্থানে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১৪.৬ এমবিপিএস। আগের বছরের তুলনায় এই গতি বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ।

৩. জাপান আছে তালিকার তৃতীয় স্থানে। এখানে ইন্টারনেটের গড় গতি ১৫.২ মেগাবিট পার সেকেন্ড।

২. হংকংয়ে ইন্টারনেটের গড় গতি ১৬.৮ মেগাবিটপার সেকেন্ড। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে দেশটি।

১. বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি গতির ইন্টারনেট ব্যবস্থা আছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ইন্টারনেট গড় গতি ২২.২ মেগাবিট পার সেকেন্ড।।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫