Home / শিল্প-সাহিত্য / সাহিত্যে নোবেলজয়ী গুন্টার গ্রাস আর নেই
সাহিত্যে নোবেলজয়ী গুন্টার গ্রাস আর নেই

সাহিত্যে নোবেলজয়ী গুন্টার গ্রাস আর নেই

‎Monday, ‎April ‎13, ‎2015  07:43:25 PM

চাঁদপুর টাইমস ডট কম :

সাহিত্যে নোবেলজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাস আর নেই। ‘দ্য টিন ড্রাম’র রচয়িতা গ্রাস ৮৭ বছর বয়সে লুয়েবেক শহরের একটি ক্লিনিকে মারা গেছেন বলে সোমবার জানায় তার পরিবার।

গুন্টার গ্রাসের পারিবারিক জাদুঘরের এক মুখপাত্র জানান, ইনফেকশনের কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি একাধারে সাহিত্যিক, নাট্যকার, কবি, চিত্রশিল্পী ও ভাস্কর ছিলেন। জার্মান চ্যান্সেলর উইলি ব্রান্ডটের বক্তৃতা লেখকও হিসেবেও কাজ করেছেন গ্রাস। ১৯৫৬ সালে তার প্রথম কবিতার বই প্রকাশ হয়।

তৎকালীন মুক্তশহর ডেনজিগে ১৯২৭ সালে জন্ম নেন এই প্রখ্যাত ঔপন্যাসিক। ১৯৪৪ সালে ১৬ বছর বয়সে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন গ্রাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনীতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মার্কিন বাহিনীর হাতে বন্দী হয়ে কিছুদিন যুদ্ধক্যাম্পেও অবস্থান করেন তিনি। ১৯৪৬ সালে সেখান থেকে ছাড়া পান।

তার নাজিবিরোধী উপন্যাস ‘দ্য টিন ড্রাম’ প্রকাশিত হয় ১৯৫৯ সালে। এর ৪০ বছর পর ১৯৯৯ সালে তিনি ওই উপন্যাসের জন্য সাহিত্যে নোবেল পান।

দুই জার্মানীর একত্রিকরণের বিরোধী ছিলেন গুন্টার গ্রাস।

১৯৮৬ ও ২০০১ সালে দুবার ঢাকায় আসেন তিনি। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন গ্রাস।

সূত্র: বিবিসি/দ্য গার্ডিয়ান।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes