Home / চাঁদপুর / বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে গৃহীত পদক্ষেপ : চাঁদপুরে গ্রাহক সোয়া ৮ লাখ
Polli-Biddot 1

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে গৃহীত পদক্ষেপ : চাঁদপুরে গ্রাহক সোয়া ৮ লাখ

চাঁদপুরে পল্লীবিদ্যুৎ সমিতি-১,পল্লীবিদ্যুৎ সমিতি-২ এবং চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর অধীন ৮ লাখ ১৫ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। বর্তমানে দেশব্যাপি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে চাঁদপুর বিদ্যুৎ বিভাগ পদক্ষেপও গ্রহণ করেছে বলে জানানো হয়েছে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানোর কারণে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ইতোমধ্যেই বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় এলাকায় মাইকিং,সমিতির সভাপতি ও সম্পাদককে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার চিঠি প্রেরণ এবং লোডশেডিং ম্যানেজমেন্টের জন্য সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব ভাগাভাগি ইত্যাদি।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাঁদপুরে চাহিদা অনুযায়ী এখন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ চাঁদপুর সদরের অধীনে হাইমচর,ফরিদগঞ্জ,মতলব উত্তর ও দক্ষিণ দক্ষিণ উপজেলার অন্তর্ভুক্ত। এতে গ্রাহক সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার এবং দৈনিক চাহিদা ৯৫ মেঘাওয়াট।

প্রতিদিন চাঁদপুর সদরে পুরোটাই বিদ্যুতের প্রয়োজন হওয়ায় সে ক্ষেত্রে তাই দেয়া হচ্ছে এবং বিদ্যুৎ ফিডারগুলোতে সঠিক পদ্ধতিতে বন্টন করার ফলে আপাতত কোনো লোডশেডিং নেই বলে জানা যায় ।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীন উপজেলা গুলো হলো -হাজীগঞ্জ, শাহারাস্তি ও কচুয়া । এর গ্রাহক সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার। দৈনিক চাহিদা ৭৮ মেগাওয়াট।

এছাড়াও চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন ৬০ হাজার গ্রাহক রয়েছে । যার শতভাগই প্রি-পেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ।

এদিকে ভয়াবহ লোডশেডিংয়ের কবলের আশংকায় সারাদেশে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তিনি বলেছেন,‘বিশ্বব্যাপি বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে,কয়লা প্রায় পাওয়া যাচ্ছে না। তাই সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে । ’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতের শপথ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে সরকার প্রধান বলেন,‘ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসসহ সব পণ্যের দাম বেড়েছে। বিদ্যুৎ উৎপাদনে বড় অংকের ভর্তুকি দিচ্ছে সরকার। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর সদরের ডেপুটি জেনারেল ম্যানেজার দেব কুমার মালো আমাদের প্রতিনিধি আবদুল গনিকে ১৪ জুলাই বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর সদর লোডসেডিং ম্যানেজমেন্ট এর দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। ’

তবে বর্তমানে লোডশেডিং এর কারণ হিসেবে তিনি জানান-বিশ্বব্যাপি জ্বালানি সরবরাহের সংকট মোকাবেলায় তাৎক্ষণিক গৃহীত পদক্ষেপ ও এর হুমকি মনে করে সরকারি নিদের্শনায় বিশেষ পদক্ষেপ গ্রহণে বিদ্যুৎ সাশ্রয়ী হবার জন্যে চাঁদপুরের সব শ্রেণির গ্রাহকদের প্রতি আহ্বান জানান।’

এদিকে চাঁদপুরে গত ২০২১-২২ অর্থবছরে ‘ আলোর ফেরিওয়ালা’এর আওতায় ৮ হাজার ৫শ ৪০ জন গ্রাহককে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়েছে চাঁদপুর সদর পল্লীবিদ্যুৎ সমিতি-১ ।

আবদুল গনি
চাঁদপুর টাইমস
১৭ জুলাই ২০২২