Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন জনসম্মুখে তুলে ধরুন
সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন জনসম্মুখে তুলে ধরুন

সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন জনসম্মুখে তুলে ধরুন

আশিক বিন রহিম :

বাংলাদেশ আ’লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাবু সুজিত রায় নন্দী বলেছেন, ‘বাঙালি জাতি বীরের জাতি, তারা কখনো মাথা নত করে বাচঁতে জানে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’
রোববার বিকাল ৪টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অসহায়, দরিদ্র, দুঃস্থ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং গুরুতর অসুস্থ ও নিপীড়িত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এদিন প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৫ জন অসহায় দরিদ্র মানুষ ও দলের নিপীড়িত কর্মীদের মাঝে প্রাপ্ত চেক হস্তান্তর করেন বাংলাদেশ আ’লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাবু সুজিত রায় নন্দী।

সুজিত রায় নন্দী বলেন, ‘অসহায়, দুঃস্থ ও নিপীড়িত মানুষের পাশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার আছে এবং থাকবে। অসহায় এসব মানুষগুলোকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থিক অনুদান দেয়া হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া, অগামীতে ও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘দেশের মানুষকে ভালোবাসেন বলেই সব সময় তাদের কল্যাণে তার সরকার কাজ করে যাচ্ছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। যাদের ঘর নেই, গৃহহীন তাদের পুনর্বাসনে আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করে দিয়েছেন এটা একটা বিরল ঘটনা। যা দেখে অনেক দেশের রাষ্ট্র প্রধানরা আমাদের প্রধানমন্ত্রীর ভূয়সি প্রসংশা করেছেন।’

তিনি বলেন, ‘বাঙালি জাতি বীরের জাতি, তারা কখনো মাথা নত করে বাচঁতে জানে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবেই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন কাজ জনসম্মুখে তুলে ধরার আহ্বান জনান।’

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আতাউর রহমান পাটোয়ারী, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ, জেলা তরুণলীগের সভাপতি শেখ শরীফ আহম্মেদ, সহ-সভাপতি মাইনুল ইসলাম মনির, পৌর তরুণ লীগের সদস্য সচিব রমজান মিঝি, সদর থানা আওয়ামী প্রজন্মলীগ সভাপতি এমএম রাসেল, পৌর সভাপতি কামরুল সরকার, সাধারণ সম্পাদক মানিক বেপারী, সদর উপজেলা তরুণ লীগের সভাপতি শাহীন মাঝি, সম্পাদক নাজমুল হোসেন, জেলা তরুণলীগ নেতা রাসেল পাটোয়ারী, হাজীগঞ্জ তরুণলীগ নেতা মাহসান মুন্সি, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশেম গাজী, পৌর আ’লীগ নেতা নূর মোহম্মদ পাটোয়ারীসহ নেতৃবৃন্দ। সুজিত রায় নন্দী দলীয় কার্যালয়ে আসলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

রোববার, ১৪ জুন ২০১৫ ১১:০৩ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না