বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোঃ মুজাহিদ-এর ফাঁসির রায় বহাল থাকায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার রাতে ছেংগারচর বাজারে পৌর আ’লীগ রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল বের করে।
মিছিলটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে ছেংগারচর পৌর আ’লীগ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মনির হোসেন বেপারী উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ আইয়ুব আলী গাজী ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালী মিষ্টি মুখ করান।
এরপর ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালীর পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ আইয়ুব আলী গাজী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সাত্তার, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, পৌর বাজার বণিক সমবায় সমিতি লি.-এর সভাপতি মোবারক হোসেন মুফতি, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আমিনুল হক বেপারী, পৌর আ’লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম ভুইয়া, দিদার মোল্লা, সাবেক কমিশনার মোঃ খোকন প্রধান, আ’লীগ নেতা আঃ মালেক খান, মোঃ চাঁন মিয়া প্রধান, মোঃ চাঁন মিয়া সরকার, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর মোঃ জামান সরকার, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদাত হোসেন খোকন ঢালী, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভুলু, ছেংগারচর পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সরকার, পৌর যুবলীগের যুগ্ম, সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান বেপারী, আ’লীগ নেতা মোঃ আহসান উল্যাহ দজি, উপজেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম প্রধান, পৌর যুবলীগ নেতা মোঃ নাজমুল খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম বাবু, বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল ককালাম, পৌর যুবলীগ নেতা মিজানুর রহমান মুফতি, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক মারফত আলী মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম অপু, পৌর ছাত্রলীগ নেতা নূরে আলম নয়ন মুফতি, সুমন বেপারী, মাসুদুর রহমান রবু, সাহেল সরকার,মাহফুজ, মোফাজ্জল ঢালী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপি-জামায়াতের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, মতলব উত্তর উপজেলায় এবং ছেংগারচর পৌরসভায় কোনো নাশকতা ও অরাজকতা করতে চাইলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। জামায়াত-শিবির বা কোনো যুদ্ধাপরাধীদের স্থান পৌরসভার মাটিতে হবে না। মায়া ভাইয়ের পবিত্র মাটি মতলব উত্তর উপজেলা। এই মতলবে কোন অরাজকতা করকে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। এই মতলবের রূপকার মায়া চৌধুরী কাজেই ষড়যন্ত্র করবেন না। সময় থাককে চলে যান। নতুবা এর ফল ভালো হবে না।
বক্তারা ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে অপরাধী জামায়াতের আলী আহসান মুজাহিদ এবং বিএনপির সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং বিচারপতি ও আইনজীবীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা অতি দ্রুত এ রায় কার্যকর করারও আহবান জানান।
কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট
||আপডেট: ১০:৫১ পিএম, ১৮ নভেম্বর ২০১৫, বুধবার
এমআরআর