Home / জাতীয় / সাইবার ক্রাইম বর্তমান বিশ্বে সব থেকে বড় সমস্যা : আইজিপি
জাভেদ পাটোয়ারী

সাইবার ক্রাইম বর্তমান বিশ্বে সব থেকে বড় সমস্যা : আইজিপি

সাইবার ক্রাইম বর্তমান বিশ্বে সব থেকে বড় সমস্যা, আমরাও এর বাইরে না। পুরোপুরিভাবে সাইবার ক্রাইম দমনে এখনও যোগ্য হয়ে উঠতে পারেনি পুলিশ। তবে ইতোমধ্যে পুলিশের আলাদা সেল গঠন করা হয়েছে। তাদের নেতৃত্বে যারা থাকবেন তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ঝিনাইদহের কোটচাঁদপুরে নব-নির্মিত মডেল থানা ও পুলিশ লাইনসে নারী পুলিশ ব্যারাক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

সোমবার সকাল ১০টার দিকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, খালেদা খানম, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপর পুলিশ প্রধান নব-নির্মিত থানা ঘুরে দেখেন এবং থানা চত্বরে বৃক্ষের চারা রোপণ করেন। এর আগে তিনি জেলা পুলিশের জন্য সরকার প্রদত্ত একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

বার্তা কক্ষ,৯ মার্চ ২০২০