Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সাইকেল পেল মতলব সরকারি উবির ২০ শিক্ষার্থী
সাইকেল

সাইকেল পেল মতলব সরকারি উবির ২০ শিক্ষার্থী

মতলব জে.বি.সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের দেয়া বাই সাইকেল পেয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার মানবৃদ্ধি করার লক্ষে দূর-দুরান্ত থেকে আগত ছাত্রদের যাতায়াত করার সুবিধার্থে ২০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে ২০টি সাইকেল উপহার দেয়া হয়।

২৬ জুন শনিবার ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকের পরিচালনায় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীর আন্তরিকতায় এবং জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীর সার্বিক প্রচেষ্টায় যাতায়াতের সুবিধার্থে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়।

জানা যায় যে, শুধু মাত্র সাইকেল বিতরণ নয়, বিদ্যালয়ের শিক্ষক কমনরুম ও শিক্ষার্থীদের শ্রেনিকক্ষে পানি পড়ারোধে ভবনের ছাঁদে মেইনটেন্যান্স কাজ সম্পন্ন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানি সরবরাহের লক্ষে ও করোনাকালীন সময়ে সাবান দিয়ে হাত ধৌত করার জন্য একটি সাব-মারসেবল টিউবওয়েল ও টাইলস করা বেসিন বসানো হয়েছে।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ছবিঃ চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর দেয়া সাইকেল পেয়ে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ মহাখুশি।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক