চাঁদপুর অঞ্চল-১ কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে কমিটির সাবেক উপদেষ্টা সাংবাদিক কামরুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে কমিউনিটি পুলিশিং কমিটির জেলা কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জিএম সাহাবুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খান, চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি শোহেব আহমদ ও কোষাধ্যক্ষ মোঃ মুজাম্মেল হক, অঞ্চল-১২-এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সফিউল্লাহ প্রমুখ।
চাঁদপুর অঞ্চল-১-এর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ জাহাঙ্গীর আলম পাটওয়ারীর সঞ্চালনায় মিলাদ অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব হাফেজ মাওঃ নিজামুল হক।
মিলাদ-ক্বিয়াম পরিচালনা করেন হাফেজ মোঃ নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সদস্য মোঃ আমিরুল ইসলাম মকুল, চাঁদপুর অঞ্চল-৬ কমিউনিটি পুলিশিং জিটি রোড মহল্লা কমিটির সভাপতি মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, মোঃ বদিউজ্জামান বদু, মোঃ ওমর ফারুকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ওইদিন চাঁদপুর শহরের আদর্শ মুসলিমপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে বাদ জুমা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur