Home / চাঁদপুর / তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুবদলকে যুদ্ধের ময়দানে থাকতে হবে
bnp

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুবদলকে যুদ্ধের ময়দানে থাকতে হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শহরের চিত্রলেখার মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এসময় তিনি বলেন,‘ যুবদল হচ্ছে তারুণ্যের অহংকার। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ও এ সরকারকে বিতাড়িত করতে হলে যুবদলকে সামনের কাতারে থাকতে হবে। আজকে এ জনজোয়ার দেখে বুঝা যায়,আগামি দিনে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসছে।তারেক রহমান বাংলাদেশে আসবে বীরের বেশে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে যুবদলকে যুদ্ধের ময়দানে থাকতে হবে। সবাই হাততুলে শপথ করেন এ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেও ঘরে ফিরে যাবেন না। আমরা মাঠে থাকবো।’

তিনি বলেন, ‘আপনারা বাতাসে গন্ধ পান, আগামি দিনে কে ক্ষমতায় আসবে। অবশ্যই আগামি দিনে বিএনপি ক্ষমতায় আসবে। পুলিশের ওসিরা নাকি বিভিন্ন থানায় থানায় আমাদের নেতাদের আইডি কার্ড চায়। ঢাকা থেকে ফরম আসছে কোন পুলিশের কার্যক্রম কি রকম। আগামি দিনে এসবের বিচার হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যাহ সেলিম ,শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড.নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কামাল পাটওয়ারী,সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার,সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী,পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, মতলব উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম,কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন প্রমুখ ।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আরিফুর রহমান।
এর আগে যুবদল নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২২
এজি