Home / আন্তর্জাতিক / আজ জি ২০ সম্মেলন শুরু
Bhali

আজ জি ২০ সম্মেলন শুরু

গ্রুপ ২০ (জি ২০) এর পররাষ্ট্রমন্ত্রীরা আজ শুক্রবার ৮ জুলাই ইন্দেনেশিয়ায় মিলিত হচ্ছেন। ইউক্রেন যুদ্ধু শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের অংশগ্রহণে এ প্রথম এ ধরণের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ দিনব্যাপি অনুষ্ঠানে অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন।

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে অনুষ্ঠানরত সম্মেলনের কক্ষে উদ্বোধনী বক্তৃতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি ল্যাভরকে উদ্দেশ্য করে বলেন,‘এ যুদ্ধ দ্রুত বন্ধ করা আমাদের দায়িত্ব এবং অতপর আলোচনার টেবিলে আমাদের মতভেদ দূর করতে হবে,যুদ্ধের ময়দানে নয়।’

৮ জুলাই ২০২২
এজি