Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে আ. লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান
সভাপতি

মতলব দক্ষিণে আ. লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক বিশেষ কাউন্সিল ৭ অক্টোবর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত হোসেন প্রধান।

গত বছরের ১২ মার্চ দলটির সভাপতি এ এইচ এম গিয়াস উদ্দিন মারা গেলে তখন থেকে ওই পদ খালি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা অওয়ামী লীগের ত্রি-বার্ষিক বিশেষ কাউন্সিল এর আয়োজন করেন জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটিতে বিশেষ অতিথির বক্তৃতা করেন চাঁদপুর-২ আসনের সাংসদ ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো.নুরুল আমিন রুহুল এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বক্তৃতা করেন।

সম্মেলনটির দ্বিতীয় পর্বে সভাপতি পদে নির্বাচনের জন্য ভোট হয়। উপজেলার ছয় ইউনিয়ন ও একটি পৌরসভার ২৩০ কাউন্সিলর এতে সরাসরি ভোট দেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত হোসেন প্রধান ১৮০ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার পেয়েছেন ৩৮ ভোট। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দেওয়ান রেজাউল করিম পেয়েছেন ১২ ভোট।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ অক্টোবর ২০২১