Home / কৃষি ও গবাদি / সভাপতি পদে আওয়ামী লীগ, সম্পাদক পদে বিএনপি
সভাপতি পদে আওয়ামী লীগ, সম্পাদক পদে বিএনপি

সভাপতি পদে আওয়ামী লীগ, সম্পাদক পদে বিএনপি

টানা ৩ বছর পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ২০১৬-১৭ সালের নতুন কমিটির সভাপতির নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট ইউসুফ হোসন হুমায়ুন এবং সম্পাদক পদে বিএনপি জামায়াতপন্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার সকাল পৌনে ৭টায় নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. হারুনুর রশিদ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

তিনি বলেন, সমিতির পাঁচ হাজার ২৩ ভোটারের মধ্যে তিন হাজার ৯২১ সদস্য ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে ৭৮ শতাংশ।

সভাপতি ছাড়াও একটি সহ সভাপতি, কোষাধ্যক্ষ, দুটি সহ-সম্পাদক এবং তিনটি সদস্য পদে সরকার সমর্থক সাদা প্যানেলের প্রার্থীর জয়ী হয়েছেন।

অপরদিকে, একটি সহ সভাপতি, সম্পাদক ও চারটি সদস্য পদে জয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা।

আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পর পর ভরাডুবি হলেও ছয় বছর পর এবারই সমিতির সভাপতি পদে সরকার সমর্থক কেউ সভাপতি নির্বাচিত হয়েছেন।

তবে সাধারণ সম্পাদক পদে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবী মাহবুব উদ্দিন খোকন এবার নিয়ে পর পর চার বার এ পদে নির্বাচিত হলেন।

সাদা প্যানেল থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ২ হাজার ৪৭ ভোট পেয়ে সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের জয়নুল আবেদীন পেয়েছেন ১ হাজার ৭৭৯ ভোট।

সম্পাদক পদে নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের মো. আজাহার উল্লাহ ভুঁইয়া পেয়েছেন ১ হাজার ৭৪৯ ভোট।

জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ১৩ পদে নিরঙ্কুশ বিজয় পেয়েছিলেন আওয়ামী লীগের আইনজীবীরা।

এর পর থেকে প্রতি নির্বাচনেই সভাপতি ও সম্পাদক দুই শীর্ষ পদসহ অধিকাংশ পদেই বিএনপি-জামায়াত পন্থীদের দখলে ছিল।

সাদা প্যানেলের বিজয়ীরা হলেন,
সভাপতি : ইউসুফ হোসেন হুমায়ুন, সহ-সভাপতি : মো. তাহেরুল ইসলাম (১৮৮০), কোষাধ্যক্ষ : রমজান আলী শিকদার (২০৬৮), সহ-সম্পাদক : একেএম রবিউল হাসান সুমন (১০৭৫) ও শেখ সিরাজুল ইসলাম সেরাজ (১৭৯১)।

যারা সদস্য নির্বাচিত হয়েছেন : খান মোহাম্মদ শামীম আজিজ (২০৮৭), মো. আব্দুল আজিজ মিয়া মিন্টু (১৮৬৮), নাসরীন সিদ্দিকা লিনা (১৯৫৭)।

নীল প্যানেলে বিজয়ীরা হলেন,
সম্পাদক : এএম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি: ফাহিমা নাসরীন মুন্নী (২০৩১)।
নীল প্যানেলের সদস্য পদে নির্বাচিতরা হলেন, নাসির উদ্দিন আহমেদ অসীম (২০৩৮), মো. নাসির উদ্দিন খান সম্রাট (১৮৮৫), রেজাউল করিম রেজা (১৮৬৪) এবং মো. কামাল হোসেন (১৮৫৪)।

নিউজ ডেস্ক : আপডেট ১১:০৯ এএম, ২৫ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ