Home / সারাদেশ / জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস ২৮ ফেব্রুয়ারি
dabaties ...

জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস ২৮ ফেব্রুয়ারি

জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস ২৮ ফেব্রুয়ারি

১৯৫৬ খ্রিস্টাব্দের এ দিনে ড.মো.ইব্রাহিমের উদ্যোগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়। তাই এ দিনটিকে ডায়াবেটিস সচেতনতা তৈরিতে উপজীব্য করা হয়। প্রতি বছরই ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসও পালিত হয় ।

ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও ২৮ ফেব্রুয়ারি সারা দেশে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

দিবসটি উপলক্ষে ‘কান্তি’র বিশেষ প্রকাশনা, সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণেরও উদ্যোগ নেয়া হয়েছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এ উপলক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হ্রাসকৃতমূল্যে হার্টক্যাম্পেরও আয়োজন করবে। বলে জানা যায় ।

প্রসঙ্গত , বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৬ সালের এ দিনে জাতীয় অধ্যাপক ডা.মোহাম্মদ ইব্রাহিমসহ কয়েকজন বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তির উদ্যোগে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়।

আবদুল গনি
২৫ ফেব্রুয়ারি ২০২২