বাড়িতে মাকে দেখতে যাওয়ার ‘অপরাধে’ অমানবিক নির্যাতনের শিকার ৯ বছরের শিশু জান্নাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ জন্য ৩ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
পুলিশ (১৬ সেপ্টেম্বর ) রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকূলের বোনের বাড়ি থেকে জান্নাতের গৃহকর্ত্রী মনি বেগমকে গ্রেপ্তার করেছে । এর আগে গ্রেপ্তার হয় গৃহকর্তা ওমর ফারূক ও তার ভায়রা মোস্তফা সর্দার। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবা আক্তার এ নির্দেশ দেন।
গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ওমর ফারুক-মনি বেগম দম্পতির নির্যাতনের শিকার হয় গৃহকর্মী জান্নাত। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে মোস্তফা সর্দার নামের এক ব্যক্তির মাধ্যমে শিশুটিকে গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠিয়ে নিয়ে আসে।
বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) শিশুটিকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ সংক্রান্ত আগের ক’টি প্রতিবেদন পড়তে ক্লিক/টাচ্…
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ