Home / চাঁদপুর / অপহরণ হওয়া শিশু কন্যাকে ফিরে পেতে মায়ের আকুতি
শিশু কন্যাকে
শিশু কন্যা খাদিজা আক্তারের মায়ের আকুতি

অপহরণ হওয়া শিশু কন্যাকে ফিরে পেতে মায়ের আকুতি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছোটতুলা গ্রাম থেকে অপহরণ হওয়া পাঁচ বছরের শিশু কন্যা খাদিজা আক্তার মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন গর্ভধারিণী মা ফাতেমা আক্তার। 

১২ জুন শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে মা ফাতেমা আক্তার সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান। সংবাদ সম্মেলনে অপহৃত শিশুর দাদা শাহজাহান কবিরও উপস্থিত ছিলেন।

শিশুটির মা ফাতেমা আক্তার সংবাদ সম্মেলনে জানান,  তার পাঁচ বছরের শিশু কন্যা খাদিজা গত ১১ এপ্রিল তার বাড়ি থেকে অপহরণ হয়।

শিশু কন্যাকে

এ ঘটনায় মা খাদিজা আক্তার ৭ মে শাহরাস্তি থানায় মামলা করেন। মামলায় রবিউল আলম ও মোঃ ফরহাদ নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করেন। এই দুইজন আটক হলেও তার শিশু সন্তান এখনো উদ্ধার না হওয়ায় তিনি উদ্বিগ্ন।

মা খাদিজা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তার সন্তান উদ্ধারের জন্যে। 

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছোট তুলা গ্রামের সাব্বির হোসেন আব্দুল্লাহ ও ফাতেমা আক্তার দম্পতির পাঁচ বছর বয়সী শিশু খাদিজা আক্তার মায়া। ১১ এপ্রিল নিজ বাড়ির উঠানে খেলাধুলা করার সময় হঠাৎ করেই উধাও হয়ে যায়।

ঘটনার দিনই নিখোঁজ শিশুর মা ফাতেমা আক্তার বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। পরে সন্দেহজনক দুই যুবককে আসামি করে অপহরণ মামলা করা হয়।

প্রতিবেদকঃ শরীফুল ইসলাম,২৬ জুন ২০২১