Home / কৃষি ও গবাদি / ‘শিক্ষা ক্ষেত্রে অর্থশালীদের এগিয়ে আসা উচিত‘
‘শিক্ষা ক্ষেত্রে অর্থশালীদের এগিয়ে আসা উচিত‘

‘শিক্ষা ক্ষেত্রে অর্থশালীদের এগিয়ে আসা উচিত‘

শিক্ষা ক্ষেত্রে সমাজের অর্থশালী ব্যক্তিদের এগিয়ে আসা উচিত তাহলে গরীব-মধ্যভিক্ত শিক্ষার্থীরা অতি সহজে মেধা বিকাশ ঘটাতে পারবে । কেননা বর্তমান সরকার শিক্ষানীতির উপর খুবই আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের ডিজিটাল বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সরকারি আধা-সরকারির বাহিরেও সমাজের বিক্তশালীরা শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলে গরীব মেধাবী

শনিবার উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিসাইর আদর্শ শিশু একাডেমি আয়োজিত এ প্লাস প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ফনি সাইর আদর্শ শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পুুরস্কার বিতরণী সভা প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জের সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এসব কথা বলেন।

ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নব নির্বাচিত চেয়ারম্যান মাও. শরাফত উল্লার সভাপতিত্বে ফনিসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসাইনের পরিচালনায় ফনিসাইর আদর্শ শিশু একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আ.কাদের এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ালী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়রাম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মাহবুবুল বাশার কালু পাটওয়ারী।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, চাঁদপুর জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি আ.লতিফ গাজী, চাঁদপুর বার কাউন্সিলের যুগ্ম সম্পাদক এ্যাড. দুলাল গাজী. উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মো. রহিত-উল ইসলাম (প্রিন্স), ৭ নং পাইকপাড়ার নব নির্বাচিত চেয়রারম্যান আলী আক্কাস ভূঁইয়া, ৫ নং গুপ্টির নব নির্বাচিত চেয়ারম্যান আ.গণি পাটওয়ারী বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটয়ারী, বঙ্গবন্ধু জয় বাংলা লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.বিল্লাল হোসেন, ৪নং সুবিদপুর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহসভাপতি স.ম জসিম উদ্দিন মিন্টু, কামতা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মাসুম বিল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, ৭ নং পাইকপাড়া যুবলীগের আহবায়ক আরমান হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ইউনিয়নের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সংবর্ধনা ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

[ ]জহিরুল ইসলাম জয় [/author]

:  আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম,  ২৭ মে  ২০১৬, শনিবার

ডিএইচ

Leave a Reply