Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে টয়লেটে শিক্ষার্থী আটকা, প্রধান শিক্ষককে শোকজ, আয়া বরখাস্ত
শিক্ষার্থী

শাহরাস্তিতে টয়লেটে শিক্ষার্থী আটকা, প্রধান শিক্ষককে শোকজ, আয়া বরখাস্ত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের টয়লেটে এক শিক্ষার্থী ১১ ঘণ্টা আটকে পড়ার ঘটনায় বিদ্যালয় সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগে আয়া শাহানারা আক্তার শানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শিক্ষা অফিস।

১৮ সেপ্টেম্বর শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন… শাহরাস্তিতে ১১ ঘন্টা পর বাক প্রতিবন্ধী শারমিনকে উদ্ধার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ ঘটনায় বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তারকে সাময়িক বরখাস্ত ও গার্ড কবির হোসেনের কাছে কৈফিয়ত তলব করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। এছাড়া প্রধান শিক্ষক মো. আমীর হোসেনকে জেলা শিক্ষা অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শাহরাস্তি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রধান শিক্ষককে টয়লেটে ছাত্রী থাকাবস্থায় তালাবন্ধ করে চলে যাওয়া, স্থানীয় লোকজন তালা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধারের সময় ঘটনাস্থলে অনুপস্থিত থাকা, ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করা ও বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীকে ভর্তি করার পর তার বিশেষ যত্নের ব্যবস্থা না করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায় এড়াতে পারেন না।

ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বাকপ্রতিবন্ধী শারমিন আক্তার বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সাড়ে ১২টার সময় বিদ্যালয় ছুটির পর টয়লেটে গেলে তালা বন্ধ করে চলে যায় বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তার। রাত ১০টার পর টয়লেটের তালা ভেঙে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১৮ সেপ্টেম্বর ২০২১