Home / জাতীয় / শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না : শিক্ষামন্ত্রী
Dipu-Mon
ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না। আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হবে।’

আজ শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমের যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দেশে করোনার সংক্রমণের হার দিন দিন কমে আসছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি না বাড়িয়ে আমরা তা খুলে দেওয়ার উদ্যোগ নেব।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘করোনা একটি বৈশ্বিক সমস্যা। আমরা চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীদের জীবন নিরাপদ রেখে শিক্ষা ব্যবস্থা চালু রাখা যায়। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। এখন প্রতিদিনই করোনা সংক্রমণের হার কমে আসছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না।’

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। পরবর্তী সময়ে আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২০ জানুয়ারি পর্যন্ত এ ছুটির মেয়াদ বাড়ানো হয়।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের মার্চ মাসে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছিল সরকার। অবস্থার উন্নতি হওয়ায় প্রায় দেড় বছর পর গত বছরের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়।