Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির বাড়িতে চুরি
হাইমচরে প্রাথমিক শিক্ষক সমিতির
প্রতীকী ছবি

হাইমচরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির বাড়িতে চুরি

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কমিশনার বাংলাদেশ কাব স্কাউট হাইমচর উপজেলার শাখার শেখ আবু জাফর বাড়িতে দূর্ধর্ষ চুরি সংবাদ পাওয়া গেছে। চুরির ঘটনা সংবাদ পেয়ে হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ঘটনা পরিদর্শন করেন।

গত ৮ মার্চ রাতে হাইমচর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাড়িয়ে চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নে চরভাঙ্গা গ্রামে।

এ ব্যাপারে হাইমচর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর জানান, আমার বাড়িতে আমার বউ ও মেয়ে ছিল। আমার পরিবারের লোকজন কে ফাঁকি দিয়ে চোর ঘরে ডুকে পরে।আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন চোর ঘরে থাকা ৬ ভরি সোনা(৩লক্ষ ষাট হাজার), নগদ ১৫ হাজার টাকা, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে পালিয়ে যায়।

এর তারই ছোট মোঃ ফজলুর রহমান শেখের বাড়িতে একই কায়দায় চুরি হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। হাইমচর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির চুরি হওয়া সংবাদে দেখতে যান পূর্বচর কৃঞ্চপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, প্রধান শিক্ষক নিশেষ মজুমদার, মোঃ মাছুম বিল্লাহ, সুজন প্রমূখ।

প্রতিবেদক : বিএম ইসমাইল, ৯ মার্চ ২০২০