Home / আন্তর্জাতিক / শিক্ষকের বিরুদ্ধে তরমুজ নিয়ে বিক্ষোভ!
শিক্ষকের বিরুদ্ধে তরমুজ নিয়ে বিক্ষোভ!

শিক্ষকের বিরুদ্ধে তরমুজ নিয়ে বিক্ষোভ!

ভারতের কেরালায় এক শিক্ষকের পদত্যাগ দাবিতে তরমুজ নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কেরালার সেই কলেজটির নাম ফারুক ট্রেনিং কলেজ। এর এক সহকারী অধ্যাপক কলেজের মুসলিম শিক্ষার্থীদের পোশাককে ‘অনৈসলামিক’ আখ্যা দেয়ায় ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা।

জওহর মুনাব্বীর নামের ওই শিক্ষক বলেন, শিক্ষার্থীরা হিজাব ঠিকমতো করে না। এতে তাদের ‘বুক উন্মক্ত’ হয়ে থাকে। যেন তারা তরমুজের টুকরা প্রদর্শন করছে।

সোমবার সেই শিক্ষকের পদত্যাগ চেয়ে দফায় দফায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সত্যি সত্যি তরমুজের টুকরো নিয়ে মিছিল করেন কলেজের সামনে। পরে তাতে পুলিশ বাধা দেয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/ফারজানা

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ০০ পি.এম ২০মার্চ,২০১৮মঙ্গলবার
কে এইচ