Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে দোকানপাট ভাঙচুর ও লুটপাট : আটক ১
Zamal

শাহরাস্তিতে দোকানপাট ভাঙচুর ও লুটপাট : আটক ১

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসী হামলায় দোকানপাট ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায় ১০ অক্টোবর শনিবার দুপুরে সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের শাহরাস্তি-রামগঞ্জ সীমান্তবর্তী এলাকার শাহারাস্তির লোট্টা বাজারে সন্ত্রাসীদে হামলায় দোকান পাট ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। এতে ৪জন আহত হয়।

ক্ষতিগ্রস্ত দোকানপাট মালিকের অভিযোগ সূত্রে জানা যায় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের তপাদার বাড়ীর মৃত আনোয়ার উল্লাহ তপাদারের ছেলে সন্ত্রাসী মো. ফরিদ উল্লা তপাদার মমের নেতৃত্বে আশারগোডা গ্রামের আলার বাড়ীর হারুরনের ছেলে মো.রাকিব হোসেন (রনি) পাটোয়ারী বাড়ি শফিক পাটোয়ারী ছেলে মো.সুমন, সুরসইর সাহেদ পাকিস্তানিসহ ভাড়াটিয়া ১৮-২০ জন হামলা চালায় ।  এতে অগ্রণী এজেন্ট ব্যাংকিং এর প্রোপ্রাইটর ও এম এস টেলিকমের দোকান ভাঙচুর স্বত্বাধিকারী মোতাহার হোসেনের ১০ লাখ  লুট হয় ।

মেসার্স ভূঁইয়া টাইলস ভাঙচুর নগদ অর্থ লুটপাট, মেসার্স কবির ট্রেডার্স ভাঙচুর ও ডাক্তার ফারুকের দোকান ভাঙচুর করে অর্থ লুটপাট করে নিয়ে যায় অভিযুক্তরা ওই সময় স্থানীয় জনতা সন্ত্রাসী ফরিদ উল্লা তপাদার মমকে স্থানীয়রা আটক করে থানা পুলিশকে সোপর্দ করে । বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়  ।

এ বিষয়ে রামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ও শাহারাস্তি থানার এস আই মইনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে ও ক্ষতিগ্রস্তদের দোকানপাটের আলামত নেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় মো. ফরিদ উল্লা দফাদার মম দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসী করে আসছেন বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে এবং তার সাথে স্থানীয় ৪/৫ জন সন্ত্রাসী রয়েছে বলে জানান। এ বিষয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ১১, তাং ১০/১০/২০ খ্রিস্টাব্দ।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান , সন্ত্রাসী হামলার বিষয়টি আমরা অবগত হয়েছি পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করেছে। বাকি আসামিদের কে ধরার জন্য তৎপরতা রয়েছে।

করেসপন্ডেন্ট , ১১ অক্টোবর ২০২০