Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে নির্বাচন উপলক্ষে পৌর আ.লীগের মতবিনিময় সভা
নির্বাচন

শাহরাস্তিতে নির্বাচন উপলক্ষে পৌর আ.লীগের মতবিনিময় সভা

আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুল লতিফের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী হাজি আবদুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয়, সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এম পি।

পৌর আওয়ামীলীগের সিঃ যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া, এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মনজুর আহমেদ, এডভোকেট জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান উল্লা আখন্দ, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম, জেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান কালু, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর  আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু,  সাবেক ছাত্রনেতা মোঃ মুক্তার হোসেন মুক্তা,পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ  রেজাউল করিম মিন্টু, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক কাউন্সিলর মকবুল আহমেদ,আব্দুল মান্নান ব্যাপারে, কাউন্সিলর বাহাউদ্দিন বাহার, কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর কবির, মহিলা আওয়ামী লীগ নেত্রী নূরজাহান বেগম, মহিলা যুবলীগ নেত্রী রেবেকা সুলতানা, কাউন্সিলর তুশার চৌধুরী রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইমরান মনির প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন নৌকা প্রতীক জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  প্রতীক নৌকা।  সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে  আগামী ২ ফেব্রুয়ারি হাজী আব্দুল লতিফ কে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ,ছাত্রলীগ, তাঁতী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃ মো. জামাল হোসেন,৬ ফেব্রুয়ারি ২০২১