চাঁদপুর সদর উপজেলার শত-বছরের ঐতিহ্য শাহতলী কামিল মাদরাসা জামে মসজিদের সংস্কার হিসেবে ২য় তলার ছাদ ঢালাইকাজ রোববার (৮ মে) সকালে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন এর দোয়া-মোনাজাতের পরিচালনার মধ্য দিয়ে উদ্ধোধন হয়েছে।
এময় উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্যা মোহাম্মদ আবু তাহের খান, দাতা সদস্য হাফেজ মাওলানা জাকির হোসাইন তপাদার, মসজিদ কমিটির সভাপতি মাওলানা ক্বারি আবদুল ওয়াদুদ, মসজিদের কমিটির মোঃ আবদুল বারেক ক্বারি, কোষাধ্যক্ষ আলহাজ্ব খাইরুল বাশার খান, সাবেক জেলা সমবায় কর্মকর্তা আলহাজ্ব সিরাজুল হক মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ ইব্রাহীম খান, মো. রফিক ক্বারি, হাফেজ মহিউদ্দিন খানসহ মাদরাসার শিক্ষক, মসজিদের মুসুল্লি ও এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় ক’জন জানায়, এলাকাবাসীর দীর্ঘদিনের আন্তরিক প্রচেষ্টা ও একনিষ্ঠতায় পুরোনা এ ছোট মসজিদটি ক্রমান্বয়ে একতলার কাজ শেষ হয়ে দোতলার ছাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢালাইয়ের কাজটি সম্পন্ন হওয়ার পথে’
উদ্ধোধনপূর্ব সংক্ষিপ্ত আলোচনায়, মসজিদের সভাপতি বলন, মসজিদের এপর্যন্ত যা কাজ হয়েছে তার জন্য আমরা আল্লাহর সাহায্য কামনা করছি। মসজিদ মানে আল্লাহ পাকের পবিত্র ঘর। আল্লাহ’র ঘর নির্মাণে সকলের সহযোগিতা প্রয়োজন হয়। তিনি সকলের কাছে মসজিদ সংস্কার কাজে সহযোগিতার আহবান জানান।
এম এ শাকূর [/author]