Home / আন্তর্জাতিক / ঢাকায় দু’ দিনব্যাপি‘বিশ্ব শান্তি সম্মেলন’শুরু
peace-conference-20211

ঢাকায় দু’ দিনব্যাপি‘বিশ্ব শান্তি সম্মেলন’শুরু

শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের আন্তর্জাতিকীকরণের লক্ষ্য নিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে দু’দিনের বিশ্ব শান্তি সম্মেলন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর তিনটি ভেন্যুতে এ সম্মেলন হবে। এতে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৯০ জন অতিথি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্মেলনে শান্তি রক্ষায় কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ,বিজ্ঞানী, শিল্পী,সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,রাজনীতিক,মানবাধিকারকর্মী ও বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান কয়েকজন অতিথি ভার্চুয়ালি সংযুক্ত হবেন বলে জানান মোমেন।

উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত থাকবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন,মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের সাবেক মহাসচিব আমর মুসা,পূর্ব-তিমুরের সাবেক প্রেসিডেন্ট নোবেলবিজয়ী হোসে রামোস হোর্তা ও মালয়েশিয়ার সাবেকমন্ত্রী সৈয়দ হামিদ আলবার।

অপরদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন,সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহ চোক টং ও ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা যুক্ত হবেন সমাপনি অনুষ্ঠানে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ শনিবার বেলা আড়াইটায় দুদিনব্যাপি এ সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

‘অ্যাডভান্সিং পিস থ্রু সোশ্যাল ইনক্লুশন’প্রতিপাদ্য নিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। রবিবার সমাপনি অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বার্তা কক্ষ, ৪ ডিসেম্বর ২০২১
trong>এজি