চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহাসিক শাজুলিয়া দরবার শরীফের দুদিন ব্যাপী মাহফিল (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ উপলক্ষে মাহফিল সার্থক ও সফলতা কামনায় একটি মিছিল বের করা হয়েছে। বৃহস্পতিবার শাজুলিয়া দরবার শরীফের জামে মসজিদের সভাপতি আবু ছালেহ এর নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
মিছিলটি দহুলিয়া গ্রাম থেকে শুরু হয়ে পালাখাল বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দরবার শরীফে মিলিত হয়।
প্রতি বছরের ন্যায় এবছরেও মাহফিলে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসিল্লিদের উপস্থিতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করছেন মাহফিল আয়োজক কমিটি। শনিবার বাদ ফজর আখেরি মুনাজাত ও তাবাররক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হবে। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন, দরবার শরীফের পীর শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur