Home / আন্তর্জাতিক / লিবীয় উপকূলে ১শ’ শরণার্থীর মৃত্যুর শঙ্কা
লিবীয় উপকূলে ১শ’ শরণার্থীর মৃত্যুর শঙ্কা

লিবীয় উপকূলে ১শ’ শরণার্থীর মৃত্যুর শঙ্কা

ভূমধ্যসাগরে ৯০ থেকে ১শ শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। লিবীয় উপকূলে একটি নৌকা উল্টে বহু শরণার্থী ডুবে গেছেন। ফলে বহু হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরা।

লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র আয়ুব কাসিম মঙ্গলবার জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় খোমাস শহরে শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শতাধিক যাত্রী ছিল।

নৌকার ধ্বংসাবশেষ থেকে মাত্র ১৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। এদিকে, পশ্চিমাঞ্চলীয় জায়িয়া শহরের উপকূলে দুটি নৌকা থেকে ২৭৯ জনের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা যাত্রীদের মধ্যে ১৯ জন নারী এবং ১৭ জন শিশু। নৌকায় করে আসা এসব যাত্রীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

ভূমধ্যসাগরকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম।
সংস্থাটি জানিয়েছে, গত বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ৩ হাজারের বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ০০ পিএম, ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
এইউ