Home / চাঁদপুর / চাঁদপুর পৌর নির্বাচনে ধানের শীষ প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল
শফিকুর রহমান ভূঁইয়া

চাঁদপুর পৌর নির্বাচনে ধানের শীষ প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র প‌দে বিএন‌পির একক প্রার্থী হিসেবে মনোনিত চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া আর নেই। শুক্রবার ভোর ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)।

চাঁদপুর জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউসুফ মিয়াজী মৃত্যুর বিষয়টি চাঁদপুর টাইমসকে জানান,‘ভূঁইয়া তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাতে নির্বাচনী পরামর্শ সভা করেন। পরে অসুস্থতাবোধ করলে আমি তার ওষুধ নিয়ে আসি। কিন্তু তিনি ওষুধ গ্রহণের আগেই শারিরীক অবস্থা আরো অবনতি হলে প্রিমিয়ার হসপিটালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর।তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

শফিকুর রহমান ভূঁইয়া দীর্ঘ বছর ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। প্রায় এক যুগ ধরে চলে আসা চাঁদপুরের বিএনপির রাজনীতিতে গ্রুপিংয়ে অবসান ঘটিয়ে গেলো ২৩ ফেব্রুয়া‌রি চাঁদপুর জেলা বিএনপিতে ঐক্যের চাঁদ উঠে। ওইদিনের এক সভায় শফিকুর রহমান ভূঁইয়াকে চাঁদপুর পৌর নির্বাচনে ধানের শীষের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

শফিকুর রহমানের আকষ্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সকালে তাঁর বাসায় ছুটে যান সহযোদ্ধারা। আওয়ামী লীগের মেয়রপ্রার্থী জিল্লুর রহমান জুয়েল, বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহমদসহ অনেকেই ছুটে যান সেখানে।

চাঁদপুর পৌরসভার সাবেক এ চেয়ারম্যানেরর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ পৌরবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের প্রথম নামাজে জানাযা শুক্রবার বাদ আছর চাঁদপুর শহরের হাসান আলী সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। 

শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন-চাঁদপুরে মেয়র প‌দে বিএন‌পির একক প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া

প্রতিবেদক:দেলোয়ার হোসাইন, ১৩ মার্চ ২০২০