চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। স্ত্রী ও কন্যার হাত পা বেঁধে গলায় ধারালো অস্ত্র ধরে স্বর্ণাংলকার, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের প্রবাসী মো. এনায়েত উল্যাহর ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ।
ডাকাতির শিকার প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার জানান, শুক্রবার রাতে তিনি ও তার মেয়ে মরিয়ম আক্তার (১৩) একটি কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল তাদের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে জিম্মি করে। পরে আলমিরার থেকে ১৩ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, মূল্যবান জামা কাপড় লুট করে নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান মো. সফিকুর রহমান পাটওয়ারী জানান,‘সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যপারে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।’
স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur