Home / আন্তর্জাতিক / লেবাননে বিস্ফোরণে কুমিল্লার একজনসহ ৪ বাংলাদেশি নিহত

লেবাননে বিস্ফোরণে কুমিল্লার একজনসহ ৪ বাংলাদেশি নিহত

লেবাননের রাজধানী বৈরুতে একটি ওয়্যার হাউজে বিস্ফোরণের ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়ের ২১ জন সদস্যসহ প্রায় ১০০ জন আহত হয়েছেন। খবর-বাসসের।

বুধবার দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে ৭৮ জন প্রবাসী বাংলাদেশি ও ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য।

তিনি বলেন, নিহতরা হচ্ছে ব্রাম্মণবাড়িয়ার মেহেদী হাসান ও রাসেল, মাদারিপুরের মিজান এবং কুমিল্লার রেজাউল।
আহতদের মধ্যে একজন নৌ সেনার অবস্থা আশঙ্কাজনক। তাকে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সেন্টারে (এইউবিএমসি) ভর্তি করা হয়েছে।

অন্যদেরকে ইউনিফিলের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার বা এম্বুলেন্সযোগে হামুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সার্বিক তত্ত্বাবধানে আহত নৌসদস্যদের চিকিৎসা চলমান রয়েছে।

বার্তা কক্ষ ৫ আগস্ট ২০২০