Home / চাঁদপুর / লেডী দেহলভী বালিকা উবিতে বই বিতরণ উৎসব
বালিকা

লেডী দেহলভী বালিকা উবিতে বই বিতরণ উৎসব

চাঁদপুর লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

এসময় তিনি বলেন, আমরা যখন ছাত্র ছিলাম ৩ মাসেও বই পেতাম না।আর এখন তোমরা বছরের প্রথম দিন বই পাচ্ছো এটি তোমাদের জন্য বড় পাওয়া। সরকারের চিন্তা হলো -২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে নিয়ে যাওয়া। আর ২০৪১ সালে তোমরাই দেশ পরিচালনা করবে।কাজেই তোমাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। সরকার নতুন শিক্ষাক্রম হাতে নিয়েছে।এটি যুগের চাহিদা।সরকার চাচ্ছে হাতে কলমে শিক্ষা দিতে।কারন দিন দিন কর্ম পরিবেশ পাল্টাচ্ছে।আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এ কে এম ইসমাইল হোসাইনের পরিচালনায় এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন এই বিদ্যালয়ের প্রায় ৪০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ফাতেমা,গীতাপাঠ করেন অপর্ণা।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১ জানুয়ারি ২০২৪