Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে লকডাউন অমান্য করায় আটক ৫
লকডাউন

মতলবে লকডাউন অমান্য করায় আটক ৫

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের চতুর্থ দিন আজ। মানুষকে ঘরমুখী রাখতে সরকার ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছেন এবং বেশ কিছু বিধিনিষেধ জারি করেন।

৪ জুলাই রোববার সকাল সাড়ে ১০টা থেকে মতলব বাজারে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাজারে আসায় এবং বিধিনিষেধ  না মানায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লকডাউন

এর মধ্যে মোবাইলের দোকান ৫শ টাকা,ঘেষ কেবিন ২ হাজার টাকা,মুদী দোকানের ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৩ জনকে এবং বিনা প্রয়োজনে বাজারে আসায় ২ জনসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।

বর্তমানে আটককৃত ৫ জন মতলব দক্ষিণ থানা হেফাজতে রয়েছেন। বিগত দিনের কঠোর অবস্থানের কারণে মানুষের মাঝে কিছুটা সচেতনতা বোধ সৃষ্টি হয়েছে।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক,৪ জুলাই ২০২১