Home / আন্তর্জাতিক / লকডাউনে ভারতে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার ঘোষণা
exam test

লকডাউনে ভারতে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার ঘোষণা

এসএসসি ও এইচএসসির পরীক্ষায় লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পরীক্ষার্থী ও অন্যদের বেশ কিছু শর্ত মানতে হবে বলেও তিনি জানিয়েছেন।

বুধবার অমিত শাহ এক টুইট বার্তায় এ কথা জানান। এ সময় নিজের টুইটারে একটি চিঠিও সংযুক্ত করেন।

তিনি বলেন, বড় একটি সংখ্যার শিক্ষার্থীদের পড়াশোনার পরিস্থিতির দিকে তাকিয়ে এসএসসি ও এইচএসসি বোর্ড পরীক্ষাকে লকডাউনের নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কনটেনমেন্ট জোনে কোনো পরীক্ষাকেন্দ্রের অনুমতি দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার সময় কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে। পরীক্ষা কেন্দ্রে সবার স্ক্রিনিং বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো ও ফেরার বাসের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে।পরীক্ষার ফলাফল ঘোষিত হবে আগস্ট মাসে।

এর আগে এসএসসি ছয়টি ও এইচএসসির ১২টি পরীক্ষা দেশব্যাপী লকডাউনের ফলে স্থগিত হয়েছিল। পাশাপাশি ফেব্রুয়ারিতে দিল্লির কিছু অংশে সংঘর্ষের কারণেও বেশ কিছু এলাকায় এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

তবে পরীক্ষার কথা বলা হলেও এখনই সাধারণ ক্লাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা।