চাঁদপুর

লকডাউনে চাঁদপুরে ৫০ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং করোনা প্রতিরোধে সরকারের লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায় স্বাস্থ্যবিধি না মানায় ৮ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৫০টি মামলায় ২৯ হাজার ৭শ’টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।

৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রটগণ।

রাতে জেলা প্রশাসক কার্যালয় থেকে চাঁদপুর টাইমসকে এ তথ্য নিশ্চিত করা হয়। চাঁদপুর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উজ্জ্বল হোসেন ও আবিদা সিফাত।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানাগেছে,মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ৮ উপজেলায় প্রশাসনের ২২টিম করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এসব অভিযানে জেলা ও থানা পুলিশ, আনসার ব্যাটেলিয়ান এবং জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৬ এপ্রিল ২০২১

Share