Home / আন্তর্জাতিক / প্রবাস / রমজানের পর সরকারবিরোধী আন্দোলন : মালয়েশিয়া বিএনপি
রমজানের পর সরকারবিরোধী আন্দোলন : মালয়েশিয়া বিএনপি

রমজানের পর সরকারবিরোধী আন্দোলন : মালয়েশিয়া বিএনপি

বশির আহমেদ, মালয়েশিয়া :

ঈদের পরেই চূড়ান্ত আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া বিএনপি।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মালয়েশিয়া শাখার (একাংশ) আয়োজিত ইফতার মাহফিলের আলোচনাসভায় বক্তারা এ মন্তব্য করেন।

মালয়েশিয়া বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক একে এম হাবিবুর রহমান শিশিরের পরিচালনায় মালয়েশিয়া বিএনপির একাংশের সভাপতি মোহাম্মদ শহীদ উল্লাহর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তারা বলেন, সরকারের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। ঈদের পরেই সরকার পতনের আন্দোলনে নামবে বিএনপি। এ আন্দোলনে যোগ দেবে মালয়েশিয়া প্রবাসীরাও।

আন্দোলন ঠেকানোর মতো ক্ষমতা বর্তমান সরকারের নেই বলেও মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহউদ্দিন, মালয়েশিয়া বিএনপি’র সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মাজু দেলোয়ার, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার, আব্দুর রহমান মানিক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক শওকত সর্দার ও নবগঠিত মালয়েশিয়া তরুণ প্রজন্মদলের সাধারণ সম্পাদক টিপু সুলতান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক কামাল হোসেন রানা, তরুণ প্রজন্ম দলের মালয়েশিয়া শাখার সভাপতি জোসেবুল আলম বিপ্লব, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম অডিট।

এছাড়াও উপস্থিত ছিলেন বাতু কেভস্ ও মালয়েশিয়া বিএনপি নেতা রিয়াজ, শাহিন হাওলাদার, রাওয়াং বিএনপি’র শাখা কমিটির সভাপতি সবুজ শিকদার, মালয়েশিয়া যুবদলের নাসির উদ্দিন ও বাংলাদেশ থেকে আগত দিনাজপুর, বোচাগঞ্জ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী বাবু, শরিয়তপুর বিএনপি নেতা ইমন হাছান, খুলনার কয়রা থানা ছাত্রদল নেতা কাজল মোল্লাসহ অনেকে।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৩:৪৯ অপরাহ্ন, ৩০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ,  বুধবার ১৫ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি