স্বামী বাইরে চাকরি করেন। সেই সুযোগে ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলার এক মহিলার উপরে নিয়মিত যৌন অত্যাচার চালিয়ে যেতেন দেবর। মুখ খুললে দুর্নাম রটানো এবং হত্যার শাসানি দিয়ে রাখত বলে অভিযোগ। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
৩২ বছর বয়সি ভাবী শেষ পর্যন্ত আর সহ্য করতে পারেননি। প্রলোভন দেখিয়ে একদিন দেবরকে নিজেই টেনে আনেন ঘরে। তার পরে মেতে ওঠেন যৌনতায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রক্তারক্তি কাণ্ড। ধারালো অস্ত্র দিয়ে দেওরের যৌনাঙ্গ কেটে ফেলেন তিনি।
এখানেই শেষ নয়। সেই যৌনাঙ্গ নিয়ে সটান চলে যান থানায়। কবুল করেন নিজের দোষ। জানান দেবরের ক্রমাগত নির্যাতনের কথাও।
তারপর পুলিশ গিয়েছিল সেই বাড়িতে, অভিযুক্ত দেবরকে ধরতে। তারা গিয়ে দেখল, বাড়ির পাশের গাছ থেকে ঝুলছে সেই ব্যক্তির দেহ। আত্মহত্যা করেছেন তিনি…গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:১৯ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur