Home / বিশেষ সংবাদ / যে পাথর জীবন্ত : আছে রক্তমাংসও (ভিডিওসহ)
যে পাথর জীবন্ত : আছে রক্তমাংসও (ভিডিওসহ)

যে পাথর জীবন্ত : আছে রক্তমাংসও (ভিডিওসহ)

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

অদ্ভুত এক জীবন্ত রক্ত মাংসের পাথর, শুনতে অবাক লাগলে সত্যি সত্যি এই বিচিত্র প্রাণীটি রয়েছে আমাদের এই পৃথিবীতেই। সামুদ্রিক এই প্রাণীটিকে আপনি হঠাৎ দেখলে পাথরই ভাববেন। প্রাণীটির নাম পিউরা চিলেনসিস, চিলি এবং পেরুর সমুদ্র উপকূলেই সন্ধান মেলে এই বিচিত্র প্রাণীটির। বাইরের পাথরের দেখতে চামড়া নীচেই এদের রয়েছে অনন্য প্রাণীদের রক্ত মাংসের অঙ্গ প্রত্যঙ্গ।

এদেরকে ফিল্টার ফিডারও বলা হয়, কারন এরা খাদ্য হিসাবে সমুদ্রের পানি গ্রহন করে আর সেখান থেকে শেওলা এবং অনুজীব গ্রহন করে বিশুদ্ধ পানি আবার বের করে দেয়।

আরো এ বিস্ময়ের ব্যাপারে এদের ছেলে মেয়েও আছে, প্রজনন ঋতুতে মেয়ে পিউরা ডিম ছাড়ে, অার অন্যদিকে ছেলে পিউরা শুক্রানু নির্গত করে, ডিম্বানু শুক্রাণুর মিলন ঘটলে ব্যাঙাচির মত বাচ্চার জন্ম হয়,যা আশেপাশের পাথরের গায়ে লেগে আস্তে আস্তে পূর্ণাঙ্গ হয়ে ওঠে।