Home / তথ্য প্রযুক্তি / যেভাবে ভেরিফাই করবেন আপনার জাতীয় পরিচয়পত্র (National ID)
যেভাবে ভেরিফাই করবেন আপনার জাতীয় পরিচয়পত্র (National ID)
ফাইল ছবি

যেভাবে ভেরিফাই করবেন আপনার জাতীয় পরিচয়পত্র (National ID)

এখন খুব সহজেই ভেরিফাই করুন আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ National ID.

কীভাবে করবেন?

প্রথমে আপনাকে যেতে হবে http://www.nidw.gov.bd এই সাইটে। তারপর বামপাশে দ্বিতীয় লাইনে দেখুন লিখা আছে ভেরিফাই এনআইডি। এখানে ক্লিক করুন তারপর উপরের ছবিটা আসবে সেখানে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টার আসলে এবার ফরমটা পূরণ করুন।

ই-মেইল, মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিয়ে হুবহু আইডি নাম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা দিতেই হবে আগে পরে।

আপনার পাসওয়ার্ড সারাজীবন সংরক্ষণ করবেন এজন্য পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় লিখে সংরক্ষণ করুন। সাবমিটে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিন ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিষ্ট্রেশন।

বাংলাদেশ থেকে একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যেকাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় পত্র।

বিষয়টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন………. ধন্যবাদ

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ০৪:৩০ অপরাহ্ন, ১২ মার্চ ২০১৬, শনিবার

এমআরআর