Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / কাছিয়াড়া যুব সমাজের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ফরিদগঞ্জে আদর্শ একাডেমিতে, ফরিদগঞ্জে আদর্শ একাডেমিতে

কাছিয়াড়া যুব সমাজের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ফরিদগঞ্জে আদর্শ একাডেমিতে মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ কাছিয়াড়া যুব সমাজের উদ্যোগে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আদর্শ একাডেমি মাঠে ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেন।

পৌর যুবলীগ নেতা এমরান মিজির সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগ নেতা নাজির আহম্মেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান জুয়েল পাঠান। যুবলীগ নেতা মো.জিল্লুর রহমান (দিপু), যমুনা ট্রাভেলস’র প্রোপাইটার আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্যাহ বি.এস.সি, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগ’র সভাপতি মনির হোসেন।

এ সময় প্রধান অতিথি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেন বলেন- শুধু মাত্র লোক দেখানো অনুষ্ঠান করে লাভ নেই। মহান স্বাধীনতাকে হৃদয়ে লালন করতে হবে। মুক্তিযোদ্ধের চেতনায় আমাদের পরবর্তী প্রজন্মকে গড়তে হবে। এ রকম খেলাধুলার আয়োজন বেশী বেশী করে করতে হবে। কারণ খেলাধুলার মধ্যে থাকলে যুবসমাজের বিপথে যাওয়ার সুযোগ কম থাকে। মাদকসহ নানান অপরাদ কর্মকান্ড বন্ধের অন্যতম প্রধান উপায় হলো খেলাধুলা।’ একই সময় পৃথক দু’টি খেলার অনুষ্ঠানে গিয়ে কথা গুলো বলেন ইসমাইল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৭নং ওয়ার্ড কাউন্সির (প্যানেল মেয়র-২) মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা মো তোফাজ্জল হোসেন, ১১নং চরদুখিয়া ইউনিয় পরিষদের সচিব মো.কামাল হোসেন, নাজির আহম্মেদ ও মানিক মিজি।

প্রতিবেদক:শিমুল হাছান,২ জানুয়ারি ২০২০