Home / শীর্ষ সংবাদ / করোনাকালে চাঁদপুর জেলায় এক সপ্তাহে ৭ যুবক-যুবতীর আত্নহত্যা
প্রতিবেশী যুবকের সাথে

করোনাকালে চাঁদপুর জেলায় এক সপ্তাহে ৭ যুবক-যুবতীর আত্নহত্যা

চাঁদপুরে করোনা পরিস্থিতির মধ্যেও সাম্প্রতিক সময়ে প্রেম, পারিবারিক কলহ, প্রতারিত হওয়াসহ বিভিন্ন কারণে আত্মহত্যার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। চাঁদপুর সদর ও হাইমচর বাদে বাকি সব উপজেলায় এ আত্নহত্যার ঘটনা ঘটে। এক সপ্তাহে জেলায় ৭ যুবক-যুবতী আত্মহত্যা করে।

হাজীগঞ্জ:

৭ জুলাই মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা গ্রামের দাস বাড়িতে বিষ পানের ঘটনা ঘটে। দুবাই প্রবাসী নন্দ দুলাল দাসের স্ত্রী নিপা রানী দাস (২৫) পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষপান করে।চিকিৎসাধীন অবস্থায় নিপা মারা যায়। বিস্তারিত- চাঁদপুরের দুই উপজেলায় গৃহবধূ ও তরুণীর আত্মহত্যা

মতলব দক্ষিণ:

৭ জুলাই মঙ্গলবার মতলব দক্ষিণে আশ্বিনপুর গ্রামের পাটোয়ারী বাড়ির কিশোর পাটোয়ারীর কন্যা মিম আক্তার (১৬) পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেঁচে নেয়।লেখাপড়া ও প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যরা শাসন করলে সে অভিমান করে।পরবর্তীতে সকলের অজ্ঞাতে কীটনাশক পান করে। বিস্তারিত পড়ুন: চাঁদপুরের দুই উপজেলায় গৃহবধূ ও তরুণীর আত্মহত্যা

একই উপজেলার ৩০ জুন মঙ্গলবার মতলব দক্ষিণে উপাদী উত্তর ইউনিয়নে প্রেমিকার সাথে অভিমান করে মোঃ অনিক বকাউল (১৭) নামক এক প্রেমিক গাছের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বিস্তারিত পড়ুন:মতলবে প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

মতলব উত্তর:

৪ জুলাই শনিবার মতলব উত্তর ফরাজীকান্দি এলাকায় প্রতিবেশী যুবকের সাথে অভিমানে স্কুলছাত্রী আত্মহননের পথ বেছে নিয়েছে। শনিবার বেলা ৩টায় পোকা মারার ওষুধ সেবন করে রাত ৮ টায় মারা যায়। বিস্তারিত:মতলবে প্রতিবেশী যুবকের সাথে অভিমানে স্কুলছাত্রীর আত্মহনন

ফরিদগঞ্জ ও শাহরাস্তি:

৩ জুলাই শুক্রবার সাকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারনে আত্মহত্যার পথ বেছে নিলো পরিবারের কেউ বুঝতে পারে নি।

একই দিনে শাহরাস্তি দশম শ্রেণীর ছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।মেয়ের আত্মহননের বিষয়ে তার মা জানান, রিয়ার চলে যাওয়ার মত কোন রাগ অভিমান কিংবা বিবাদ আমাদের ঘরের সৃষ্টি হয়নি।বিস্তারিত পড়ুন :একই দিনে ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

কচুয়া:

৪ জুলাই শনিবার কচুয়া উপজেলার সৈয়দপুর (রাজহাঁসকান্দি) গ্রামে প্রেমের বিয়ে মেনে না নেয়ায় অভিমান করে বিষপানে মাসুদুর রহমান (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি তাকে মারধরের কারনে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এ নিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে। বিস্তারিত পড়ুন…কচুয়ায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় যুবকের আত্মহত্যা

চাঁদপুর টাইমস রিপোট,৮ জুলাই ২০২০