Home / আন্তর্জাতিক / ইসরায়েলে যুদ্ধের মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় সেনারা
ইসরায়েলে যুদ্ধের মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় সেনারা
ফাইল ছরি

ইসরায়েলে যুদ্ধের মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় সেনারা

যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত নানা ইসরায়েলি কলাকৌশলের সঙ্গে পরিচিত হতে এক মহড়ায় ইসরায়েলের পথে রওনা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি দল।

২-১৬ নভেম্বর ‘ব্লু ফ্ল্যাগ-১৭’-এ যোগ দিতে মঙ্গলবার ইসরায়েলে পাঠানো হয়েছে সি-১৩০জে সুপার হারকিউলিস যুদ্ধবিমান।

সঙ্গে গিয়েছে ৪৫ সদস্যের বাহিনী। যেখানে রয়েছেন গারুড কম্যান্ডোরাও।

এবারই প্রথমবারের মতো যুদ্ধের মহড়ায় বাহিনী পাঠাল ইসরায়েলে। ভারত ছাড়াও এই মহড়ায় যোগ দেবে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইতালি, গ্রিস ও পোল্যান্ড।

ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ব্লু ফ্ল্যাগ হল দ্বিবার্ষিক বহুপাক্ষিক মহড়া। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সেনাবাহিনীর পারস্পরিক সমঝোতা তৈরি করাই এর লক্ষ্য। উভদা বিমান বাহিনী ঘাঁটিতে এই মহড়ায় পারস্পরিক জ্ঞান ও যুদ্ধের অভিজ্ঞতা আদানপ্রদানের পাশাপাশি নিজেদের দক্ষতাও বাড়িয়ে নিতে পারবে দেশগুলো। ‘

তিনি আরও জানান, ‘এই প্রথম বহুপাক্ষিক মহড়ায় ইসরায়েলি বিমান সেনাদের সঙ্গে যোগ দিচ্ছে ভারতীয় বিমান সেনা। এই মহড়ায় দু দেশের বাহিনীর সেরা অভ্যাসগুলো সেরা সেনাকর্মীদের থেকে জানার সুযোগ তৈরি হলো।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১ :০০ পিএম, ১ নভেম্বর, ২০১৭ বুধবার
এইউ

Leave a Reply